টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যোকারচর বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিল না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি যোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনেকাটা পড়ে।
যোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী বলেন, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক জাগো নিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরিফ উর রহমান টগর/জেএস/এমএস