দেশজুড়ে

সরকারি ঘরের দেওয়াল ভেঙে কারাগারে ব্যবসায়ী

মাদারীপুরে কালকিনি উপজেলায় বাজারের সরকারি ঘরের দেওয়াল ভেঙে ফেলার অভিযোগে মোয়াজ্জেম হোসেন খান (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

গ্রেফতার মোয়াজ্জেম উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কালাইরচর গ্রামের আব্দুল জলিল খানের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি খাঁসেরহাট বাজারে সরকারি ঘরের দেওয়ালের কিছু অংশ ভেঙে ফেলেন স্থানীয় ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন। বিষয়টি জানতে পেরে ২১ ডিসেম্বর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বাদী হয়ে মোয়াজ্জেমের বিরুদ্ধে থানায় মামলা করেন। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা জাগো নিউজকে বলেন, সরকারি দেওয়াল ভাঙায় মোয়াজ্জেমের নামে মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারের পর তাকে কারাগারেও পাঠানো হয়।

এসজে/জেআইএম