মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে দেড় বছরের এক শিশু মারা গেছে। রোববার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাহসিন একই এলাকার জাফর তালুকদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় তাহসিন। মুহূর্তেই পানিতে তলিয়ে যায় শিশুটি। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাহসিনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শিহাব চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগে শিশুর মৃত্যু হয়।
আরএইচ/এএসএম