আইন-আদালত

দ্রুত মামলা নিষ্পত্তিতে বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা

মামলা দ্রুত নিষ্পত্তিতে সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য জেলা ও দায়রা জজদের দিকনির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে এমন নির্দেশনা দেন। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

অভিভাষণে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার করার মানসে মনোনিবেশ করার জন্য দেশের সব বিচারককে দিকনির্দেশনা দেন।

এছাড়া প্রধান বিচারপতি দ্রুত মামলা নিষ্পত্তি কীভাবে করা যায় সে বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরে বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণ থেকে দ্রুত বাড়ি ফেরানোর জন্য সবাইকে যথাযথভাবে বিচারকাজ পরিচালনার নির্দেশনা দেন। অনুষ্ঠানে ১২ জন বিচারক বক্তব্য দেন।

এফএইচ/এমএএইচ/এমএস