দেশজুড়ে

নিবন্ধন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না রুহুল আমিনের

বগুড়ার শাজাহানপুরে তেলবাহী লরির চাপায় নিহত হয়েছেন রুহুল আমিন (৩১) নামে এক মোটরসাইকেল চালক। এ সময় আবু বক্কর সিদ্দিক (৩০) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রুহুল আমিন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার সলঙ্গা গ্রামের আকতার হোসেনের ছেলে। আহত আবু বক্কর সিদ্দিক বগুড়ার ধুনট উপজেলার সাত খিচুড়ী গ্রামের আবু হাসেমের ছেলে।

জানা গেছে, বগুড়া সদরের কোনো এক কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শাজাহানপুর উপজেলার লিচুতলা বেতগাড়ী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেল চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। হতাহতদের কাছ থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র পাওয়া গেছে বলে জানা গেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ ক্যাম্পে আটক আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফএ/এএসএম