একুশে বইমেলা

বইমেলায় সাদিয়া ইসলাম বৃষ্টির নতুন দুটি বই

এবার একুশে বইমেলায় গল্পকার সাদিয়া ইসলাম বৃষ্টির মোট দুটি বই বেরিয়েছে। প্রথমটি বড়দের জন্যে লেখা উপন্যাস- আটপৌরে (পার্ল পাবলিকেশন্স) অপরটি কিশোরদের জন্যে লেখা উপন্যাস- মায়ের খোঁজে (বাংলাদেশ রাইটার্স গিল্ড)। আটপৌরের গল্প আবর্তিত হয়েছে আমাদের আটপৌরে জীবনকে নিয়েই। প্রতিদিন একটা মানুষ ঘুম থেকে উঠছে, সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা মিলিয়ে নাস্তা খাচ্ছে, দাঁত ব্রাশ করছে, জামা-জুতো পরে কাজ-কর্ম সেরে বেরোচ্ছে। কেউ বা কাজ করছে, কেউ বা অপেক্ষা। কাজের, ভালোবাসার, মমতার, আনন্দের, কষ্টের, একটা জীবনের অপেক্ষা। দিনশেষে ঘরে ফিরে সেই রোজকার নিয়ম মেনে ঘড়ি দেখে ঘুমিয়ে পড়ছে সবাই। কারো বা রাত কাটছে ঘড়ির কাঁটাতেই চোখ রেখে। আর নিত্যদিনের এই সহজাত জীবনকেই আরো একটু আপন করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আটপৌরেতে। হয়তো সবটা নয়, তবুও পড়ার পর একটু হলেও হয়তো অবাক হয়ে ভাববেন আপনি - এটাতো আমার গল্প!মায়ের খোঁজের গল্প আবর্তিত হয়েছে দুই কিশোর জমজ ভাইকে নিয়ে। যারা নিজেদের চৌদ্দতম জন্মদিনের আগে কখনোই দেখেনি একে অপরকে। রোমাঞ্চ, রহস্য, আনন্দ, ছেলেমানুষী- সবটা ভরা রয়েছে মায়ের খোঁজেতে। আর মা- সে তো আছেই! আটপৌরের পোশাকি মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। আর মায়ের খোঁজের মূল্য ১৫০ টাকা। এইচএন/পিআর