দুদিন ধরে সূর্য মামার দেখা নেই দিনাজপুরে। শীতে কাতর উত্তরের মানুষ। আর এ কারণে অলস সময় পার করছেন অনেক পেশার মানুষ। তাদের মধ্যে রয়েছেন দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের (বড় মাঠ) ফুচকা ব্যবসায়ীরা।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে গোর-এ শহীদ বড় ময়দানের ফুচকা ব্যবসায়ীদের অলস সময় পার করতে দেখা যায়। ক্রেতা না থাকায় তারা দোকান সাজিয়ে বসে আছেন।
ফুচকা ব্যবসায়ীরা জানান, শীতের কারণে ক্রেতা কম। দুপুর পর্যন্ত তারা বনিও করেননি। এ অবস্থা চলছে গত দুদিন ধরে।
ফুচকা ব্যবসায়ী মো. মুন জানান, তিনি সকাল ৯টায় গোর-এ শহীদ বড় ময়দানের শহীদ মিনারের পাশে ফুচকার দোকান সাজিয়েছেন। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত কোনো বেচাকেনা করতে পারেননি।
তিনি বলেন, শীতের কারণে মানুষ বের হচ্ছে কম। তাছাড়া স্কুল-কলেজগুলোতে এখনো ক্লাস শুরু হয়নি। এ কারণে ক্রেতা নেই। বিকেলে কিছু ক্রেতা হয়।
আরেক ফুচকা ব্যবসায়ী মো. হানিফকে দেখা গেলো ফুচকার গাড়িতে হেলানা দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, শীত ও বাতাসের কারণে মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না। তাই ফুচকা কেনাবেচা নেই।
ফুচকা দোকানের কর্মচারী মো. হানিফ জানান, কেনাবেচা নেই। তাই মহাজন ঠিকমতো বেতন দিতে পারছে না। স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে আছি।
এই ময়দানের তিন দিকে প্রায় ৬০ জনের মতো ফুচকা বিক্রেতা রয়েছেন। যারা অন্য সময় ব্যস্ত সময় পার করেন। কিন্তু শীতের কারণে ক্রেতা নেই।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আবহাওয়া সহকারী) আসাদুজ্জামান জানান, তাপমাত্রা মঙ্গলবারের চেয়ে আজ বুধবার কম। দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতি প্রতি ঘণ্টায় ৬ থেকে ১১ কিলোমিটার।
এমদাদুল হক মিলন/এফএ/জিকেএস