রোগী দেখে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের ভূঞাপুরে তেলবাহী লরির চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানের চালক। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ী ভাঙ্গার পাড় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী পারুল বেগম (৩০) ও তার মেয়ে ছোয়া মণি (৪)। আহত ভ্যানচালক ওই ইউনিয়নের বাগবাড়ী গ্রামের রজব মন্ডলের ছেলে রনি মন্ডল (৩৫)।
স্থানীয়রা জানান, ভ্যানযোগে দুজন যাত্রী গোবিন্দাসীর দিকে যাচ্ছিলেন। পথে ভূঞাপুরগামী তেলবাহী একটি লরি বাগবাড়ী ব্রিজে পৌঁছালে সামনে থাকা ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালকসহ ওই দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন, শহিদুলের স্ত্রী পারুল তার মেয়েকে নিয়ে উপজেলার পাচঁতেলিল্ল্যা এলাকায় অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তারা বাড়ি ফিরছিলেন। পথে তেলবাহী লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-মেয়ে মারা যান। গুরুতর আহত হন ভ্যানচালক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ঘাতক লরির চালক পালিয়ে গেলেও লরিটি আটক ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আরিফুর উর টগর/আরএইচ/এসআর/জিকেএস