দেশজুড়ে

বিকেলে শুরু হচ্ছে ‘সুলতান মেলা’

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ‘সুলতান মেলা’ শুরু হচ্ছে। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে ভিক্টোরিয়া কলেজ চত্বরের সুলতান মঞ্চে এ মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

তিনি বলেন, মেলায় থাকবে দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ লাঠিখেলা, কাবাডি, কুস্তি, ভলিবল, আর্চারি, ষাঁড়ের লড়াই। স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিল্পীর জীবন দর্শন, শিল্পীস্বত্তা ও কর্মময় জীবনের ওপর সেমিনার।

জেলা প্রশাসক আরও বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান

স্বর্ণ পদক’ দেওয়া হবে। শিল্পী নির্বাচন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ২০ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে এ পদক তুলে দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য।

মেলাকে কেন্দ্র করে এরই মধ্যে লোক ঐতিহ্য দোলনা, খেলনা ট্রেন-নৌকা, কারু শিল্প, মৃৎশিল্প, কারুশিল্প, কাপড়, চুড়ি-ফিতা, বিভিন্ন প্রকার পিঠা-পুলিসহ দেশীয় খাবারের পসরা সাজিয়ে শতাধিক স্টল মেলা প্রাঙ্গণে বসেছে।

এছাড়া সাংস্কৃতিক সংগঠনগুলো এখন সরব। মেলায় স্থানীয় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, গ্রেভ, যুগান্তর নাট্য সংসদ, ছন্দায়ন, চিত্রা থিয়েটার, ছায়ানট, উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমিসহ ৫০টি সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করবে।

এছাড়া লালন একাডেমিসহ ঢাকা ও খুলনা থেকে প্রতিভাবান শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

বরেণ্য এ শিল্পী নড়াইল শহরের মাছিমদিয়ায় ১৯২৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০০৩ সাল পর্যন্ত শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে নির্দিষ্ট সময়ে এ উৎসব পালিত হলেও বর্ষা এবং শোকের মাস আগস্টের কারণে মেলার দিনক্ষণ পিছিয়ে যায়।

হাফিজুল নিলু/এসজে/এএসএম