দেশজুড়ে

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিবের মৃত্যু

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু মৃত্যুবরণ করেছেন। শনিবার (৮ জানুয়ারি) রাতে পৌনে ২টার দিকে ঢাকায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা জানান, আমরা বিএনপির নির্ভরযোগ্য এক কর্মীকে হারিয়েছি। তিনি বরগুনায় বিভিন্ন আন্দোলনে দলের স্বার্থে সামনে থেকে অংশগ্রহণ করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ দলীয় কার্যালয়ের সামনে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে আবুল হোসেন ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দলীয় একাধিক সূত্র জানায়, ১৮ ডিসেম্বর রাত ৯টার দিকে ব্রেইন স্ট্রোক করেন তারিকুজ্জামান টিটু। গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে অপারেশন করেন কর্তব্যরত চিকিৎসক। তারিকুজ্জামান টিটু পৌরসভার ১ নম্বর চরকলোনি ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। অপারেশনের পর কিছুটা সুস্থ হলেও চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আরএইচ/জেআইএম