বরিশালে খাদ্যে মেয়াদহীন রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় থ্রিএস পেস্টিশপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর নতুন বাজার বিএম কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস।
তিনি জানান, খাদ্যে মেয়াদহীন রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় থ্রিএস পেস্টিশপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়াদহীন কেমিকেলসমূহ ধ্বংস করা হয়েছে।
আরএইচ/জেআইএম