দেশজুড়ে

ইউএনওর কার্যালয়ে আবেদন করেও মিলছে না তথ্য

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তথ্য অধিকার আইনে আবেদন করেও মিলছে না সরকারি দপ্তরের তথ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এমন বেশকিছু আবেদন ফাইলবন্দি পড়ে আছে বলেও অভিযোগ উঠেছে।

প্রতিকার কামনায় সোমবার (৯ জানুয়ারি) জেলা প্রশাসকের কাছে আপিল আবেদন করেছেন মাসুদুর রহমান নামে স্থানীয় এক গণমাধ্যমকর্মী।

মাসুদুর রহমান জানান, ২০১৮-১৯ থেকে চলতি অর্থবছর পর্যন্ত সাধারণ বরাদ্দের টিআর, কাবিটা, কাবিখা, জিআর তালিকা ও প্রকল্প কমিটির তথ্য চেয়ে গতবছরের ৯ নভেম্বর ইউএনও উপমা ফারিসার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন তিনি। কিন্তু তথ্য প্রদানকারী কর্মকর্তা (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) হুমায়ুন কবির তথ্য না দিলেও নানা টালবাহানা করতে থাকেন। তাই তিনি জেলা প্রশাসকের কাছে আপিল আবেদন করেছেন। এরপরও তথ্য না পেলে প্রধান তথ্য কমিশনারের কাছে অভিযোগ দেবেন।

স্থানীয় সিনিয়র সাংবাদিক ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর বলেন, সরকার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করেছে। অথচ তথ্য নিয়ে কাজ করা সাংবাদিকরাই সরকারি তথ্য পেতে হয়রানির শিকার হচ্ছেন। সেখানে সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি তো কল্পনারও বাইরে।

তিনি আরও বলেন, সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের কাছে আমারও একাধিক আবেদন জমা থাকলেও তথ্য মেলেনি। অনেকেরই এমন অসংখ্য আবেদন ফাইলবন্দি পড়ে আছে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা জাগো নিউজকে বলেন, সব তথ্য আমার কাছে থাকে না, কেউ তথ্য চাইলে আবেদনপত্রটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। কেউ তথ্য না পেলে কিংবা প্রদানকৃত তথ্যে সংক্ষুব্ধ হলে আপিল করতে পারেন।

জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় জাগো নিউজকে বলেন, আবেদন করেও কেউ তথ্য না পেলে আপিল করতে পারেন। আপিলের কপি পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস