শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তের সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো অভিযানে ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২০০ ট্রাক বালু জব্দ করা হয়েছে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস ও ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির এ টাস্কফোর্স অভিযান চালান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলার বালিজুরি ও ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্তের ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে বালিজুরি সীমান্ত সড়কের ব্রিজসহ স্থানীয় রাস্তাঘাট ও বনভূমি চরম ঝুঁকিতে পড়েছে।
বিষয়টির তথ্য পেয়ে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনের ১২টি ড্রেজার, কিছু প্লাস্টিক পাইপসহ প্রায় ২০০ ট্রাক বালু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা ড্রেজার মেশিন ও বালু নিলামে বিক্রি করা হবে।
ইমরান হাসান রাব্বী/এমআরআর/জিকেএস