পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের প্রধান পুরোহিতকে গলা কেটে হত্যা ও মন্দিরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে শ্রী শ্রী লস্করা টুপুলি শ্যাম সুন্দর গোড়ীয়মঠের আয়োজনে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এ সময় বক্তব্য রাখেন- শ্রী শ্রী লস্করা টুপুলি শ্যাম সুন্দর গোড়ীয়মঠের অধ্যক্ষ কৃপা সিন্ধু দাসাধিকারী, সেক্রেটারি গৌতম ব্রম্যচারি, সদস্য কৃষ্ণ ব্রম্যচারি, সুসিল ব্রম্যচারি প্রমুখ।মানববন্ধনে ঠাকুরগাঁও শ্রী শ্রী লস্করা টুপুলি শ্যাম সুন্দর গোড়ীয়মঠের সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এস ময় পুরোহিতের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির জোর দাবি জানানো হয়।রবিউল এহসান রিপন/এসএস/পিআর