দেশজুড়ে

বগুড়ায় কারাবন্দির মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার হোসেন নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। মোক্তার হোসেন বগুড়া পৌর শহরের সুলতানগঞ্জপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। বগুড়া জেলা কারাগারের জেল সুপার মনির আহমেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বগুড়ায় স্কুলছাত্র খুন: মায়ের সেই পরকীয়া প্রেমিক গ্রেফতার

তিনি বলেন, ২০২২ সালের ১৩ ডিসেম্বর মাদকাসক্ত মোক্তার হোসেনকে কারাগারে পাঠান আদালত। ৭ জানুয়ারি তিনি কিডনিজনিতি রোগে আক্রান্ত হন। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

জেল সুপার আরও বলেন, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত

এসজে/জেআইএম