দেশজুড়ে

হিলিতে বিজিবির ওষুধ-চিকিৎসাসেবা পেলেন ২ শতাধিক অসহায়

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় শীতার্তদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) উপজেলার গোহাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার গরীব ও অসহায় দুই হাজার মানুষকে শীতকালীন চিকিৎসা সেবার আওতায় নিচ্ছে বিজিবি। এর অংশ হিসেবে হিলিতে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষকে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। জ্বর-সর্দি কাশি, শ্বাসকষ্টসহ শীতকালীন নানা রোগে চিকিৎসাসেবা দেওয়া হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত। এর পাশাপাশি দেশের সীমান্ত এলাকায় মানুষের দেখভালের দায়িত্ব রয়েছে। এর অংশ হিসেবে ডা. আব্দুর ওয়াহাবের নেতৃত্বে বিজিবির একটি মেডিকেল টিম শীতকালীন নানা রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম