হালের মিউজিক ক্রেজ হৃদয় খান। তার উপস্থাপনায় রেডিও এবিসিতে (৮৯.২) জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিক ‘দ্য এইচ কে শো’। গেল তিন মাস ধরে প্রতি শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। এবার তার সঙ্গে যুক্ত হলো দেশের বৃহত্তম বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চকলেট ব্র্যান্ড প্রাণ লেয়ার। হৃদয় খান ও প্রাণ লেয়ারের নতুন এই পথচলার পরিচিতি পর্ব ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয় আজ বুধবার, ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে প্রাণ-আরএফল’র কার্যালয়ে। আজকের পরিচিতি পর্বে হৃদয় খান ছাড়াও উপস্থিত ছিলেন প্রাণ কনফেকশনারি লি.-এর হেড অব মার্কেটিং এন্ড সেলস একেএম মঈনুল ইসলাম মঈন, অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মো. ইউসুফ সিদ্দিকঅ আরাফাত, প্রাণ ফুডস লি.-এর অ্যাসিসটেন্ট ম্যানেজার-মিডিয়া উজ্জল কুমার পল এবং রেডিও এবিসির পক্ষে উপস্থিত ছিলেন এহসানুল হক টিটু।অনুষ্ঠানে হৃদয় খান প্রাণ লেয়ারের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছাস প্রকাশ করেন। তিনি আগামীতে প্রাণ লেয়ারকে সঙ্গে নিয়ে ‘দ্য এইচ কে শো’ আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেন। সেইসঙ্গে আরো বেশ কিছু নতুন কাজ শুরু করার কথাও শেয়ার করেন। অন্যদিকে প্রাণ’র কর্মকর্তারা হৃদয় খানের মতো জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গানের মানুষকে নিজেদের সঙ্গে পেয়ে আনন্দিত বলে জানান। তারা মনে করেন হৃদয় খান ও প্রাণ লেয়ারের জনপ্রিয়তা এবার এক হয়ে সবার জন্য নতুন চমক নিয়ে আসবে। প্রসঙ্গত, আরজে নীলাঞ্জনার সহযোগীতায় হৃদয় খান নিজেই উপস্থাপনা করছেন ‘দ্য এইচ কে শো’টি। এর পরিকল্পনাতেও রয়েছেন হৃদয় খান। মাসের প্রতি সপ্তাহের শনিবার রাতে এটি প্রচার হয় ৯টা থেকে ১১টা পর্যন্ত। এখানে হৃদয় খানের ভক্তরা প্রিয় তারকার সঙ্গে ফোনালাপ ও এসএমএস`র মাধ্যমে আড্ডায় অংশ নেন। এই শোয়ে অংশ নেয়া শ্রোতা ও ভ্ক্তদের গাওয়া গান সমন্বয় করে একটি মিক্সড অ্যালবাম প্রকাশের কথা ভাবছেন বলে জানালেন হৃদয় খান।এলএ/আরআইপি