দেশজুড়ে

পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৪ দালাল ধরলো পুলিশ

বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিশেষ অভিযানে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড ও একজন গুরুতর অসুস্থ থাকায় মুচলেকা রেখে তাকে সাধারণ ক্ষমা করেন বিচারক।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুঠোফোনে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চাকমা।

ওই চার দালালকে রোববার বিকেল পৌনে তিনটার দিকে বরগুনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক করা হয়।

আটকরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া গ্রামের মিরাজ মোল্লা, বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের জাকির হোসেন, বরগুনা সদরের লাকুরতলা গ্রামের তারিকুল ইসলাম ও বরগুনা পৌর শহেরর বালিকা বিদ্যালয় সড়কের বিজন কুমার ঘোষ।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ওই চারজনের বিরুদ্ধে সাধারণ মানুষকে পাসপোর্ট করার নামে হয়রানিসহ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিলো। তাই বিশেষ অভিযান চালিয়ে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন বিচারক।

এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা জাগো নিউজকে বলেন, পাসপোর্ট দালাল চক্রের ৪ জনের মধ্যে ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একজন গুরুতর অসুস্থ থাকায় তার মুচলেকা রেখে প্রথম বারের মতো সাধারণ ক্ষমা করা হয়েছে।

এফএ/জিকেএস