দেশজুড়ে

জামালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

জামালপুরের সদর উপজেলায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর মধ্যপাড়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮) ও একই উপজেলার মৃত সবুজ মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫)।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

আরও পড়ুন: জামালপুরে বেড়েছে সরিষা চাষ, আহরণ হচ্ছে মধুও

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকপাড়া এলাকা অভিযান চালিয়ে দুই কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়। জব্দ হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা।

আটকদের জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা আশিক উজ্জামান।

মো. নাসিম উদ্দিন/এএএইচ