বগুড়ার নন্দীগ্রামে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ মসজিদ উদ্বোধন করবেন।
জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর। উপজেলা পরিষদ চত্বরে ৪০ শতাংশ জায়গার ওপর নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক তিনতলার দৃষ্টিনন্দন মডেল মসজিদ।
মডেল এ মসজিদ নির্মাণে খরচ হয়েছে ১২ কোটি টাকা। নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ। বিশেষ করে রাতের অপরূপ আলোকসজ্জা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সৌন্দর্য বাড়িয়েছে।
বগুড়া গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক এ কেন্দ্রে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা রয়েছে। এছাড়া লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ, শিশুশিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা।
আরও পড়ুন>> এক নজরে মডেল মসজিদ
ইমাম ও মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। এ মডেল মসজিদে একসঙ্গে ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
আরও পড়ুন>> আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন সোমবার
মুক্তার হোসেন, মোজাম্মেল হক, আব্দুল মতিনসহ কয়েকজন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি জানান, এ মসজিদে নামাজ আদায়ের জন্য তারা সবাই অপেক্ষায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত বলেন, নন্দীগ্রামের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। এরপর মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আরও পড়ুন>> ঠাকুরগাঁওয়ের সেই মডেল মসজিদে জুমার নামাজে মুসল্লির ঢল
বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার বলেন, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১২ কোটি টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর।
এএএইচ