রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আসামি আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহসহ তিনজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। জামিন নামঞ্জুর হওয়া অন্য দুই আসামি হলেন- নাছির উদ্দিন ওরফে কিলার নাছির ও ওমর ফারুক৷
মঙ্গলবার (১৭ জানুয়ারি) তিন আসামির পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আসামিদের জামিন নামঞ্জুর করেন।
আরও পড়ুন>> টিপু-প্রীতি হত্যা: গ্রেফতার চারজনের তিনজনই আ’লীগ নেতা
২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটা শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে মারা যান। টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওই রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।
আরও পড়ুন>>টিপু-প্রীতি হত্যায় ব্যবহৃত অস্ত্র-মোটরসাইকেলের জোগানদাতা কে?
মামলার এজাহারে ফারহানা ইসলাম ডলি অভিযোগ করেন, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন।
জেএ/এমকেআর/এমএস