ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
বুধবার (১৮ জানুয়ারি) বিসিক বোর্ড রুমে সমঝোতা স্মারক সই করেন বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান ও ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক পরিচালক পর্ষদের সব সদস্য, বিসিক সচিবসহ বিসিক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সমঝোতার ফলে শিল্পোদ্যোক্তারা বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে ইপিবির নিম্নোল্লিখিত সেবাগুলো নিতে পারবেন
১. রপ্তানিকারকের এনরোলমেন্ট ও নিবন্ধনের আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ২. প্রযোজ্য ক্ষেত্রে সার্টিফিকেট অব অরিজিন প্রদানে সহযোগিতা প্রদান৩. দেশ-বিদেশে মেলা ও প্রদর্শনীতে বিসিক নিবন্ধিত উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ৪. প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমে উভয় পক্ষের সহযোগিতা প্রদান৫. পাশাপাশি বাংলাদেশি পণ্য প্রদর্শন ও বিপণনে পারস্পরিক সহযোগিতা প্রদান।
বর্তমানে বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমে শিল্প নিবন্ধন, শিল্প পুনঃনিবন্ধন, শিল্প নবায়ন, শিল্প নিবন্ধন সংশোধন, শিল্প নিবন্ধন বাতিলকরণ, ঠিকাদার নতুন নিবন্ধন, ঠিকাদার পুনঃনিবন্ধন, ঠিকাদার সংশোধন, ঠিকাদার নবায়ন, প্রশিক্ষণ কার্যক্রম, আইআরসি সুপারিশ ও পরিবেশ অধিদপ্তরের ২৪টি সেবাসহ মোট ৩৫টি সেবা যুক্ত রয়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বিসিক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মোট ১২ হাজার ৩৭৮টি সেবা দেওয়া হয়েছে।
এনএইচ/বিএ/এএসএম