পৌষের পর মাঘেও চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডা বিরাজ করছে। তাপমাত্রা ওঠা-নামা করলেও কমছে না শীত। একদিন বিরতি দিয়ে জেলায় ফের মৃদু শৈত্যপ্রবাহ চলছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তবে কুয়াশা কম পড়ছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: তাপমাত্রা কিছুটা বাড়লেও মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জাগো নিউজকে বলেন, তাপমাত্রা আবারও ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। একদিনের বিরতি দিয়ে আবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ সপ্তাহে তাপমাত্রা আরও কমবে।
এসজে/জেআইএম