তাপমাত্রা কিছুটা বাড়লেও মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১১:৫১ এএম, ১৯ জানুয়ারি ২০২৩
দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। তবে তাপমাত্রা দশমিক ৬ বাড়লেও ঘন কুয়াশা পড়ছে। পাশাপাশি বইছে হিমেল বাতাস। এতে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আরও পড়ুন: নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৬ ডিগ্রি

তাপমাত্রা কিছুটা বাড়লেও মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চগড়ে ১৫ দিন ধরেই চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। গত দুদিন ধরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঠিক মতো সূর্যের দেখাও মিলছে না। কনকনে শীতে জবুথবু অবস্থা। বিশেষ করে বেকায়দায় পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। যানবাহনকে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জাগো নিউজকে বলেন, তাপমাত্রা ওঠা-নামা করছে। আরও কিছুদিন শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আরও পড়ুন: শীত আরও বাড়তে পারে

সফিকুল আলম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।