দেশজুড়ে

লিক করলেই ফানুসের মতো ফসকে যাবে বিএনপি: শাজাহান

 

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে। কিন্তু সেটা হয়নি। বিএনপির এখন ফানুসের মতো অবস্থা। যখন এটা লিক করবে, তখন তারা ফসকে যাবেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর উৎসব উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শাজাহান খান আরও বলেন, শেখ হাসিনা একমাত্র রাষ্ট্রনায়ক, একমাত্র সরকারপ্রধান, যিনি জনগণের পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করছেন।

তিনি বলেন, আগামীতেও এ সরকার রাষ্ট্র পরিচালনা করবে। এ সরকারের নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: এক ঘরে তিন প্রজন্মের ঠাসাঠাসি করে বসবাস

মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষে মাদারীপুর উৎসব নামে এ উৎসব ১২ দিন চলবে।

উৎসব উপলক্ষে র্যালিতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, জেলা আওয়ামী লীগের সদর উপজেলা সভাপতি শাখাওয়াত সেলিম, কৃষক লীগের সদস্য সাকিলুর রহমান সোহাগ প্রমুখ।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস