চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। মেলার প্রথম কয়েকদিন জমজমাট না থাকলেও গত কয়েকদিন ধরে ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে মেলা উপলক্ষে হাতিম ফার্নিচারে দেওয়া হয়েছে আকর্ষণীয় ছাড়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার হাতিম ফার্ণিচার স্টলে সরেজমিন দেখা গেছে, ছাড়ের পর ভিড় বেড়েছে ক্রেতাদের।
জানা গেছে, মেলা উপলক্ষে হাতিমের বিভিন্ন ফার্নিচারে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ছাড় দিয়ে বেড ২৬ হাজার ৭০০ টাকা, ফুল ফ্রেম ড্রেসিং টেবিল ২৯ হাজার ৩২০ টাকা, আলমারি ৬০ হাজার ৭৫০ টাকা, ডাইনিং টেবিল ৩৬ হাজার ৫৭০ টাকা, শোকেস ৩৫ হাজার ৬০০ টাকা, সোফা ৬৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন>>> বাণিজ্যমেলায় পারটেক্স ফার্নিচারে ১৮ শতাংশ ছাড়
রফিকুল আমীন নামের এক ক্রেতা জানান, দেশের বাইরে থাকায় গত কয়েক বছর মেলায় আসা সম্ভব হয় নি। এবার ছুটিতে দেশে আসায় পরিবার নিয়ে বাণিজ্যমেলায় এসেছি।
আরিফুল ইসলাম নামের আরেক ক্রেতা জানান, হাতিমের প্রত্যেক ফার্নিচার আমাকে মুগ্ধ করে। আবার মেলায় উপলক্ষে বিশেষ ছাড় চলছে।
আরও পড়ুন>>> বাণিজ্যমেলায় আকতার ফার্নিচারে বিশেষ ছাড়
স্টলটির ইনচার্জ ওমর ফারুক জানান, করোনার কারণে গতবার ক্রেতাদের তেমন সাড়া পাইনি। তাই বেচাকেনা কম হয়েছিল। তবে এবার ক্রেতাদের সাড়া বেশি পাওয়ায় বেচাকেনা ভালো হচ্ছে। আশা করছি, এবার আশানুরূপ ব্যবসা করতে পারবো।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি।
আরও পড়ুন>>> বাণিজ্যমেলায় হাতিল ফার্নিচারে আকর্ষণীয় ছাড়
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধেরদিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবারে মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ছাড়ে মেলার টিকিট কেনা যাবে।
রাশেদুল ইসলাম রাজু/এমআইএইচএস/জিকেএস