বাণিজ্যমেলায় পারটেক্স ফার্নিচারে ১৮ শতাংশ ছাড়

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় চলছে আকর্ষণীয় নানা ছাড়। বিভিন্ন পণ্যসামগ্রী কিনতে স্টলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। এদিকে মেলা উপলক্ষে ১৮ শতাংশ ছাড় দিয়েছে পারটেক্স ফার্নিচার। এমন অফারে স্টলটিতে ভিড় করছেন ক্রেতারা।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে বাণিজ্যমেলায় পারটেক্স ফার্নিচারের স্টলে গেলে এমন চিত্র চোখে পড়ে।

জানা যায়, পারটেক্সের বিভিন্ন পণ্যে ১৮ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ছাড় দিয়ে এসব পণ্যের মধ্যে কুইন বেড ৮২ হাজার ২৫ টাকা, ড্রেসিং টেবিল ১৯ হাজার ১১৭ টাকা, আলমারি ৪১ হাজার ২১৭ টাকা, সোফা সেট ৫৪ হাজার ৬৩৮ টাকা, ডাইনিং সেট ৭৪ হাজার ৩২৪ টাকা, কফি টেবিল ১৪ হাজার পাঁচশ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: স্বর্ণখচিত কলমের দাম ২৬ হাজার টাকা

ফাহমিদা আক্তার নামে এক ক্রেতা বলেন, বাণিজ্যমেলায় সপরিবারে কেনাকাটা ও ঘোরাঘুরি করতে এসেছি। পারটেক্সের শোরুমে আকর্ষণীয় সব ফার্নিচার দেখে ভালো লেগেছে। একটি রকিং চেয়ার খুব পছন্দ হয়েছে। চেয়ার কিনার কোনো ইচ্ছা ছিল না। পছন্দ হয়েছে তাই কিনে নিয়ে যাবো।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় ক্রেতা টানতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে মিনিস্টার

আমির দেওয়ান নামে এক দর্শনার্থী বলেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি। পারটেক্স ফার্নিচারগুলো সত্যিই খুব মনোমুগ্ধকর। ওয়ারড্রবটি আমার খুব পছন্দ হয়েছে। তাই ছবি তুলে রেখেছি, বাসায় গিয়ে মাকে দেখাবো। মা পছন্দ করলে পরে নিয়ে যাবো।

পারটেক্স স্টলের ইনচার্জ মাসুম পারভেজ বলেন, মেলা উপলক্ষে পারটেক্স পণ্যগুলোতে আমরা নানা অফার দিয়েছি। বাণিজ্যমেলায় অন্য কোনো কোম্পানি এত ছাড় দিয়েছি বলে আমার জানা নেই। প্রতিবছরের মতো এবারও মেলায় যথেষ্ট সাড়া পাচ্ছি। আগামী কয়েকদিন আরও বেশি সাড়া পাবো বলে আশা করছি।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় নাভানা ফার্নিচারে বিশেষ ছাড়

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২ দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭ বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।