শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে শেরপুর সদরের বাজিতখিলা প্রতাবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রফিক ওই এলাকার মৃত শাহা ফকির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়ার পরিবারের সঙ্গে আব্দুর রফিকের পরিবারের জমি নিয়ে মামলা চলছিল। বৃহস্পতিবার মামলার জামিনে আসে আব্দুর রফিক। রাত ১১টায় খাবার খেয়ে বাড়ির বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে সকালে বাড়ির পাশের এক বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া ৩ পরিবার
শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আবু সাইম জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইমরান হাসান রাব্বী/জেএস/জিকেএস