ক্যাম্পাস

বাড়ি গিয়ে না ফেরার দেশে ঢাকা কলেজ শিক্ষার্থী

ঢাকা কলেজের শিক্ষার্থী আরাফাত ইসলাম প্রিন্স হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪০মিনিটে নেত্রকোনায় নিজ বাড়িতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ নাসির উদ্দিন।

আরও পড়ুন: এক বছরে চিকিৎসা নিলেন হাজারের বেশি শিক্ষার্থী

তিনি বলেন, আরাফাত প্রথম বর্ষ থেকেই শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে থাকতেন। কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন। দুইদিন আগেই তিনি বাড়িতে গেছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন- আরাফাত হার্ট অ্যাটাকে মারা গেছেন।

আরও পড়ুন: এবার বাবুর পাশে দাঁড়ালেন রাবির সাবেক ছাত্র আব্দুল আলিম

নাসির উদ্দিন বলেন, যতটুকু জানি তার বাবা নেই। পরিবারে মা ও ছোট বোন আছেন। মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে তার কক্ষে ছুটে যাই। সেখানে তার সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। তারাও অত্যন্ত ব্যথিত। আমরা সবাই মিলে আরাফাতের জন্য প্রার্থনা করি। তার মতো মেধাবী, স্বল্পভাষী ও বিনয়ী শিক্ষার্থীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আরও পড়ুন: সিভি-সাক্ষাৎকারে মিলেছে চাকরি

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা কলেজের মসজিদে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে বলে জানান তিনি।

নাহিদ হাসান/আরএডি/জিকেএস