এবার বাবুর পাশে দাঁড়ালেন রাবির সাবেক ছাত্র আব্দুল আলিম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৫ জানুয়ারি ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোটেল মালিক মানিক হোসেন ওরফে বাবুর বন্ধ হওয়া দোকান চালানোর জন্য সহযোগিতা করেছিলেন আমেরিকার প্রবাসী তানভীর ওয়াহিদ। এবার ১৫ হাজার টাকা দিয়ে নিঃস্ব বাবুর পাশে দাঁড়ালেন রাবি‘র সাবেক ছাত্র আব্দুল আলিম মিঠু।

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাবুর হাতে ১৫ হাজার টাকা দিয়েছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন হোটেল মালিক নিজেই।

আবদুল আলিম মিঠু বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ সেশনের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক ছাত্র ছিলেন। তিনি বর্তমানে রেলওয়ের টিটি'ই পোস্টে পাবনার ঈশ্বরদীর স্টেশনে কর্মরত আছেন। তিনি নবাব আবদুল লতিফ হলে থাকাকালীন ওই হলের ক্যান্টিন চালাতেন মানিক হোসেন বাবু।

আরও পড়ুন: নিঃস্ব বাবুকে সহায়তা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়াহিদ

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আলিম মিঠু জাগো নিউজকে বলেন, আমি বাবু ভাইয়ের বিষয়ে মিডিয়ার মাধ্যমে জানতে পারি। আমি যখন ছাত্র ছিলাম আমার লতিফ হলে ক্যান্টিন চালাতেন বাবু ভাই। তার এমন বিপদে তার পাশে দাঁড়ানোর জন্য আমি তাকে ১৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছি এবং তাকে দোকান চালু করার পরামর্শ দিয়েছি। প্রয়োজন হলে আরও সহযোগিতা করবো।

যারা বাকি খেয়ে বাবুকে নিঃস্ব করেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বাকি খেয়েছেন তারা দ্রুত বাবু ভাইকে বাকির টাকা দিয়ে দিন। তারও পরিবার আছে, তারও বাঁচার অধিকার আছে। আস্তেধীরে হলেও বকেয়া পরিশোধ করুন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সামনে খাবারের দোকান চালাতেন মো. মানিক হোসেন (৩৩)। শিক্ষার্থীরা তাকে ‘বাবু ভাই’ বলে ডাকেন। বাজারের টাকা না থাকায় নিরুপায় হয়ে ২২ ডিসেম্বর তিনি তার দোকানটি বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন: বাকির টাকা পাওয়ার আশায় দোকানের পাশেই দিন কাটাচ্ছেন ‘বাবু ভাই’

এদিকে বাবুর দোকানে ১৩ জন কর্মচারী কাজ করতেন। তারা দৈনিক চার থেকে পাঁচশ টাকা পেতেন। তার দোকান বন্ধ হয়ে যাওয়ায় এই ১৩ জন কর্মচারীও কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এবিষয়ে গণমাধ্যমে লেখালেখি হলে বিষয়টি নজরে আসে আমেরিকা প্রবাসী তানভীর ওয়াহিদের। তিনি ৭ জানুয়ারি ১০ হাজার টাকা বাবুর বিকাশে পাঠান। যা বাংলাদেশের শীর্ষ স্থানীয় পোর্টাল জাগো নিউজ ‘নিঃস্ব বাবুকে সহায়তা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়াহিদ’ এ শিরোনামে উঠে আসে।

এবিষয়ে হোটেল মালিক বাবু জাগো নিউজকে বলেন, আজ সকালে আব্দুল আলিম মিঠু ভাই দোকান খোলার জন্য ১৫ হাজার টাকা দিয়ে আমাকে সহায়তা করেছেন। আমার খাবারের দোকানের উপর ভরসা করে পরিবার চলে। এভাবে যদি সবাই আমার কষ্টে সহযোগিতা করে তাহলে আমি আমার পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবো।

আরও পড়ুন: শিক্ষার্থীদের বাকি খাইয়ে নিঃস্ব হয়ে হোটেল ছাড়লেন বাবু

শিক্ষার্থীরা বকেয়া টাকা পরিশোধ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা কিছু কিছু টাকা দিচ্ছেন। তবে যাদের কাছে বকেয়া বেশি তারা সময় নিয়েছেন।

মনির হোসেন মাহিন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।