সিভি-সাক্ষাৎকারে মিলেছে চাকরি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

চাকরির সুযোগ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে দেশের নামকরা বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। জীবনবৃত্তান্ত এবং সাক্ষাৎকার দিয়ে তাৎক্ষণিক চাকরি লুফে নেওয়ার সুযোগও ছিল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তত্ত্বাবধানে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে বেলা ১১টার দিকে শুরু হয়ে বিকেল চারটার দিকে শেষ হয়।

মেলায় প্রাণ গ্রুপ, আরএফএল গ্রুপ, যমুনা গ্রুপ, বিকন ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা, ইউসিবি, আইএফএডি গ্রুপ, পিএফইসি গ্লোবাল প্রভৃতি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা নিয়ে তাৎক্ষণিক সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়।

সিভি-সাক্ষাৎকারে মিলেছে চাকরি

প্রাণ গ্রুপের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক হাবিবুল হাসান সিমন বলেন, সকাল থেকে অনেক চাকরিপ্রার্থীর সাড়া পেয়েছি। তারা অনলাইন-অফলাইন দুই মাধ্যমে আবেদন করেছেন। আমরা অবশ্যই তাদের আবেদনে সাড়া দিব। আজকে শুধু জীবনবৃত্তান্ত জমা নিচ্ছি। আমাদের শূন্যপদ অনুযায়ী তাদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। চূড়ান্তভাবে তাদের চাকরিতে সুযোগ দেওয়া হবে।

আইএফএডি অটো লিমিটেডের মানবসম্পদ বিভাগের সিনিয়র নির্বাহী মো. নাজমুল হোসাইন বলেন, মানবসম্পদ বিভাগের একটা বড় চাহিদা থাকে এক সঙ্গে অনেককে পাওয়া। আর এটা অবশ্যই যে কোনো কোম্পানির জন্য ভালো। স্বাভাবিকভাবে নিয়োগের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গা থেকে জনবল নিয়োগ দিতে হয়।

মেলার আয়োজক ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এ মেলার আয়োজন। মেলা থেকে বেশকিছু প্রার্থী চাকরিতে প্রবেশের সুযোগ পাবে। অনেকে নূন্যতম চাকরির বাজারের অভিজ্ঞতা নিতে পারছেন।

মাহবুব সরদার/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।