নারায়ণগঞ্জের বন্দরে একটি ডোবা থেকে ওহাব (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওহাব সোনারগাঁয়ের ললাটি এলাকার ছফিল উদ্দিনের ছেলে। তিনি গত রাতে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: ডোবায় মিললো যমজ শিশুর মরদেহ
পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা থেকে দোয়েল পরিবহনের একটি বাসে উঠেন ওহাব। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাস থেকে মদনপুরে তার নামার কথা ছিল।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তার মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। এটা দুর্ঘটনা নাকি কেউ আঘাত করলো সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম