গত বছরটা ওয়ানডে ক্রিকেটের সোনালী মঞ্চে স্বপ্নের মত কাটলেও, টি টোয়েন্টির পারফরমেন্স ছিল হতাশার চাদরে ঢাকা। এই হতাশা থেকে বের হতে পারলো না টাইগাররা। এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৪৫ রানের হার। তবে হারের বৃত্ত থেকে বেড়িয়ে এসে জয়ে ফেরার প্রত্যয় জানিয়েছেন সাকিব-মুশফিক। ভারতীয় ইনিংসের ১১তম ওভারে পয়েন্টে রোহিত শর্মার একটি সহজ ক্যাচ ছাড়েন সাকিব আল হাসান। আর সেই ক্যাচ মিসের ফলেই ম্যাচ থেকে ছিটকে পরে বাংলাদেশ। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। তবে সমালোচনা হলেও জয় দিয়েই আবারও ফেরার প্রত্যয় জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: আমরা আবারও আসবো দৃঢ প্রত্যয়ে জয়ের লক্ষ্য নিয়ে!একইরকম কথা বলেছেন মুশফিকুর রহিমও। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন: বাংলাদেশ প্রথম ম্যাচ ৪৫ রানে হেরেছে। আমরা পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসবো ইনশাল্লাহ্।এমআর/পিআর