রাজনীতি

জনগণ একদিন আমাদের পুরস্কৃত করবে: গয়েশ্বর

বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে পারলে জনগণ বিএনপিকে পুরস্কৃত করবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে এ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সরকারের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে উন্নয়নের নামে মানুষের পকেট লুটপাট হচ্ছে। যদি লুটপাট না হয়, তাহলে উন্নয়নের নামে ১০ লাখ কোটি টাকা কীভাবে বিদেশে পাচার হলো? সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে, লুটপাট হয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা শপথ করি, জিয়াউর রহমানের মতো চলবো, তার মতো গড়বো, তার পথেই চলবো। তাহলে জনগণ বিএনপি নেতাকর্মীদের গ্রহণ করবে।’

আরও পড়ুন: স্লোগানে বিরক্ত হয়ে মির্জা আব্বাস বললেন, ‘ধুত্তরি থামো না ভাই’

গয়েশ্বর আরও বলেন, জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি, যিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও গ্রামে গ্রামে হেঁটেছেন। কৃষক শ্রমিকদের সঙ্গে হাত মিলিয়েছেন, শিশুদের কোলে নিয়ে আদর করছেন। নারীদের পাশে গিয়ে তাদের দুঃখ-দুর্দশা জানতে চেয়েছেন। জিয়াউর রহমান কর্মঠ ছিলেন, যার ফলে কেউ কর্মহীন থাকতে পারেনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জাসাসের কেন্দ্রীয় সদস্যসচিব জাকির হোসেন রোকন, ঢাকা উত্তরের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক, জাহিদ হোসেন ইমন, হোসেন শাহিন রাব্বানী, আনোয়ার হোসেন প্রমুখ।

কেএইচ/এএএইচ/এএসএম