দেশজুড়ে

বিনা টিকিটে রেল ভ্রমণ, অনুতপ্ত হয়ে মাশুল দিলেন বৃদ্ধ

কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে ভ্রমণে অনুতপ্ত হয়ে ৯ হাজার ৯৯০ টাকা রেলওয়ে কোষাগারে জমা দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি।

শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী সোহাগ মিয়ার কাছে ওই টাকা জমা দেন তার এক প্রতিনিধি।

আরও পড়ুন: বিনা টিকিটে রেল ভ্রমণ: জরিমানা ৩০ হাজার

টাকা জমা দেওয়ার পর তিনি জানান, আরও টাকা নিয়ে আসবো। তখন পরিচয় প্রকাশ করবেন।

এ বিষয়ে সোহাগ মিয়া বলেন, রাত ৯টার দিকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি রুমে প্রবেশ করেন। অনেক দিন বিনা টিকেটে রেল ভ্রমণ করেছেন উল্লেখ করে তিনি এর মাশুল জমা দিতে চান। পরে তিনি ৯ হাজার ৯৯০ টাকা জমা করেন।

আরও পড়ুন: বিনা টিকিটে রেল ভ্রমণ, ভৈরবে ৫৬০ যাত্রীকে জরিমানা

মূলত ধর্মীয় অনুভূতি থেকে তার এ সিদ্ধান্ত। রেলওয়ের যে ক্ষতি তিনি করেছেন তার জন্য টাকা জমা দিয়ে সে দায় থেকে মুক্ত হতে চান। তার এ উদারতা দেখে অন্য যাত্রীদেরও বিনা টিকেটে রেল ভ্রমণের প্রবণতা কমবে আসবে।

রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম