বিনা টিকিটে রেল ভ্রমণ: জরিমানা ৩০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

বিনা টিকিটে রেলে ভ্রমণের সময় ২৫ যাত্রীকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার এ জরিমানা করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেসে চেকিংয়ের ২৫ জনকে টিকিট ছাড়া পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, ‘বনলতা এক্সপ্রেস ট্রেন দুপুর দেড়টার পর যাত্রীদের নিয়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। দাপ্তরিক কাজ সেরে আমিও ওই ট্রেনের যাত্রী হয়েই রাজশাহীতে ফিরছিলাম। যাত্রীদের টিকিট চেকের সময় বিনা টিকিটের ২৫ যাত্রীকে ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান চলবে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।