মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এক টিকিট দুবার বিক্রির অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযানে যায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা পাননি দুদক কর্মকর্তারা।
বুধবার (২৫ জানুয়ারি) দুদকের এনফোর্সমেন্ট টিম জাতীয় চিড়িয়াখানায় যায়। তারা চিড়িয়াখানার পরিচালকের সঙ্গে কথা বলে। এসময় দুদক কর্মকর্তাদের জানানো হয়, এক টিকিট দুজনের কাছে বিক্রির অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এসময় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে বিগত বছরের টিকিট বিক্রি সংক্রান্ত টেন্ডারের বিজ্ঞপ্তি, মূল্যায়নপত্র ও অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম।
দুদকের জনসংযোগ দপ্তর জানায়, এ দিন এনফোর্সমেন্ট ইউনিট নয়টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে।
এসএম/জেডএইচ/এএসএম