গেণ্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও স্কুলের কয়েকটি কক্ষ কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইদ্রিস আলী (৪৬), মো. মাসুদ রানা (৪০) ও মো. রাজু আহম্মেদ (৩৫)। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড প্রদান করেন।র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান জানান, ঢাকার গেণ্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।অভিযানকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও স্কুলের কয়েকটি কক্ষ দীর্ঘদিন যাবৎ কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করে আসছেন।এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বারবার স্কুলের মাঠ প্রাঙ্গন ও কক্ষ থেকে কমিউনিটি সেন্টারের মালামাল সরিয়ে নিতে বললেও স্কুল কর্তৃপক্ষকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে তাদের কার্যক্রম চালাতে থাকেন। এর ফলে স্কুলের নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়।অভিযান শেষে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৮৬০ সালের দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।উল্লেখ্য, অভিযানকালে স্কুল প্রাঙ্গন থেকে ১৩৫টি চেয়ার, ১২টি ডেকসি, একটি লোহার কড়াই, ছয়টি অসিন টপ, একটি হাম্বোলদিস্তা, ১২টি ঢাকনা, আটটি করাত, দুইটি ড্রাম, দুইটি ত্রিপল, ৭৪টি গ্লাস, ১৮টি কাচের জগ, দুইটি স্টিল চুলা জব্দ করা হয়।জেইউ/বিএ