বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তর মা জয়া সাওয়ান্ত আর নেই। শনিবার (২৯ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিন বছর ধরে ক্যানসার এবং ব্রেন টিউমারে ভুগছিলেন তিনি। ‘ইন্ডিয়ান টাইমস’র এর সংবাদে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: সালমান খানের দেহরক্ষী হতে চান রাখি সাওয়ান্ত!
মাসখানেক ধরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে কথা রাখি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। গতকাল থেকে এক এক করে অঙ্গ বিকল হতে শুরু করে।
View this post on InstagramA post shared by Rakhi Sawant (@rakhisawant2511)
শনিবার রাতে সব শেষ। পাপারাৎজিরা ঘিরে ধরেছেন রাখি এবং তার পরিবারের সবাইকে। সেই ভিড়ের মধ্যেই কাঁদতে কাঁদতে মাকে বিদায় করছেন বলি তারকা। সাংবাদিকদের লক্ষ্য করে তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ‘মা চলে গেলো ভাই!’
এমএমএফ/জেআইএম/এমএস