দেশজুড়ে

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

জামালপুরের বকশীগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শামীম হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কের গাজীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শামীম হোসেন ইসলামপুর উপজেলার মালমারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়, রোববার শামীম হাসান উপজেলার লাউচাপরা থেকে মোটরসাইকেলযোগে বকশীগঞ্জ বাজারে যাচ্ছিল। পথিমধ্যে গাজীরবাজার এলাকায় পৌঁছলে একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

Advertisement

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতের বিষয়টি শুনেছি। এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

মো. নাসিম উদ্দিন/জেএস/জেআইএম