খেলাধুলা

সাকিবের দারুণ বোলিং, ১১৩ রানেই থামলো খুলনা

সাকিবের দারুণ বোলিং, ১১৩ রানেই থামলো খুলনা

চোটের কারণে তামিম ইকবাল নেই। খুলনা টাইগার্সের বিদায়ও হয়ে গেছে আগেভাগেই। লক্ষ্যহীন ইয়াসির আলি রাব্বির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে পড়লো ব্যাটিং বিপর্যয়ে।

Advertisement

৩৫ রানে ৪ উইকেট হারানো খুলনা অবশ্য মাহমুদুল হাসান জয়ের ব্যাটে চড়ে একশ পার করেছে। তবে ৮ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেননি।

জয় দলের বিপর্যয়ের মুখে টি-টোয়েন্টি ভুলে ওয়ানডে স্টাইলে ব্যাট করেন। বল সমান ৪১ রানের ইনিংসে তার ৩টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কার মার।

এছাড়া শেষদিকে ১৭ বলে ২২ করেন নাহিদুল ইসলাম। অধিনায়ক ইয়াসিরের ব্যাট থেকে আসে ১৫ বলে ১২। বাকিরা কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি।

Advertisement

সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম আর রুবেল হোসেন।

এমএমআর/জিকেএস