দেশজুড়ে

চুয়াডাঙ্গায় সমলয়ে বোরো ধান চাষের উদ্বোধন

কৃষি যন্ত্রপাতির সহায়তায় চুয়াডাঙ্গায় সমলয়ে বোরো ধান চাষ শুরু হয়েছে। এ পদ্ধতিতে ধান চাষে কৃষকের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হচ্ছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জগন্নাথপুর মাঠে সমলয়ে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

আলমডাঙ্গায় ১০৩ কৃষককে সমলয়ে বোরো ধান চাষের আওতায় আনা হয়েছে। ১৫০ বিঘা জমিতে বোরো ধান চাষ হবে সমলয় পদ্ধতিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজা। এছাড়া আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিুবদ বিভাস চন্দ্র সাহা বলেন, প্রতিনিয়ত কৃষিতে আধুনিকতার ছোয়া লাগছে। মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় ফসল চাষে আগ্রহী করে তুলছি। সমলয়ে ধান চাষ তারই একটি অংশ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজা প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষিতে সর্বোচ্চ ভুর্তিকি দিচ্ছে। প্রধানমন্ত্রী কৃষিতে গুরুত্ব দিচ্ছেন কৃষকদের কথা চিন্তা করে। বর্তমান সরকারের অধীনে কৃষি যান্ত্রিকিকরণ হয়েছে। কৃষকদের মাঝে অর্ধেক দামে যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। উৎপাদন, সময় ও খরচ কম হওয়ায় কৃষকরা এ পদ্ধতিতে আগ্রহী হচ্ছেন। ফসল নষ্ট হবে কম। কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর টেপাগ্যাড়া মাঠে বীজতলা করা কৃষক রবিউল ইসলাম বলেন, তিনি এর আগে কখনো আধুনিক যন্ত্রের মাধ্যমে ট্রে-তে ধানের চারা উৎপাদন করেননি। প্রথমবারের মতো এমন পদ্ধতিতে ধানের বীজতলা করেছেন। এতে কৃষি অফিস সার্বিক সহযোগিতা করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপণ, চারা রোপণে রাইস ট্রান্সপ্ল্যান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কাটায় কম্বাইনড হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকটের সমাধানে ‘সমলয়’ চাষাবাদ উজ্জ্বল দৃষ্টান্ত।

এমআরআর/এমএস