ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগের কর্মচারী ও আনসার সদস্যদের বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানে হয়রানি ও পরীক্ষার টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
আরও পড়ুন: ‘তারা শুধু আমার স্বামীকে মারেনি, আমাদেরও মেরে ফেলেছে’
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালিত হয়। সংস্থাটির জনসংযোগ দপ্তর জানায়, দুদকের এনফোর্সমেন্ট টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিদর্শনে গিয়ে বিভিন্ন অসঙ্গতি দেখতে পায়। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক নিয়োজিত দালালরা অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে তাদের দ্বিগুণ ও তিনগুণ দামে বাইরে পরীক্ষা করাতে বাধ্য করছেন।
আরও পড়ুন: চমেক হাসপাতালে রোগীদের হয়রানি, দালাল আটক
Advertisement
রোগীদের সঙ্গে কথা বলে দুদক টিম জানতে পারে, হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য, প্যাথলজি বিভাগের কিছু অসাধু কিছু নার্স ও কর্মচারী জড়িত। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম। এদিন দুদক এনফোর্সমেন্ট ইউনিট আটটি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। যার মধ্যে পাঁচটি অভিযান ছিল।
এসএম/বিএ/এমএস