পুরান ঢাকায় অভিযান চালিয়ে তিনটি বেকারিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ওই তিন বেকারিকে মোট এক লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) ওয়ারী ও সূত্রাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই।
আরও পড়ুন: ‘ভেজাল খাবারে ৪৫ লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে’
ওই সময় ওয়ারীতে আনন্দ কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সিএম লাইসেন্স ছাড়া পাউরুটি, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) তৈরি ও বিক্রির অপরাধে এই জরিমানা গুনতে হয় প্রতিষ্ঠানটিকে। এছাড়া ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফাই সনদ না থাকায় আরও ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টে ভেজাল খাবার, লাখ টাকা জরিমানা
অপর অভিযানে সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজারে সিএম লাইসেন্স ছাড়া কেক, বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিক্রির অপরাধে প্রিন্স অব ওয়েলসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে জরিমানা করা হয় আরও ২৫ হাজার টাকা।
আরও পড়ুন: সব খাদ্যে বিষ, মানুষ যাবে কোথায়: স্বাস্থ্যমন্ত্রী
এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান ঢাকা প্রাইম সুইটসকে মোড়কজাত সনদ ছাড়া চানাচুর, দই বিক্রি এবং বাজারজাত করার অপরাধে, এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এনএইচ/জেডএইচ/জেআইএম