জাতীয়

বাংলাদেশের রাজনীতিতে হানাহানি কমেছে : পবিত্র কর

`বাংলাদেশের রাজনীতিতে হানাহানি অনেকটাই কমে গেছে। এজন্য আমরা গর্ব করি। অসাম্প্রদায়িতক চেতনায় বিশ্বাসী না হলে এটা কোনোভাবেই সম্ভব হতো না` ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক সমাবেশে এ কথা বলেছেন।রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণগ্রন্থাগার পরিচালনা পরিষদ ও উপজেলা ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় পবিত্র কর বলেন, আগে দেশের উন্নয়ন দরকার। এজন্য রাজনীতি স্থিতিশীল হতে হবে। দেশের উন্নয়নের কথা চিন্তা করে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেতে হবে। তিনি আরও বলেন, ছেলে-মেয়েদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে। বই পড়ার আগ্রহ তৈরি করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন-নেছা শিউলী, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ইসলামপুর কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালের অধ্যক্ষ হাফেজ মো. শফিকুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।আজিজুল আলম সঞ্চয়/এফএ/এসএস/এবিএস