পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, অতীতে যেভাবে আমরা কাজ করেছি আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত। পুলিশ শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান। প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জ আসে। সে চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা সামর্থ্য আমাদের রয়েছে। সেটা দিয়েই যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করি।
আরও পড়ুন: নবনিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জীবন বৃত্তান্ত
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী অতীতে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যেভাবে সহযোগিতা করেছে ভবিষ্যতেও সেভাবে সহযোগিতা করবে।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে এসময় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস