কুষ্টিয়ার মিরপুরে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১০৭ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৪১৪ জন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১১, বিএনপি ১১, জাসদ ১০, জামায়াত সমর্থিত ১০, আওয়ামী লীগের বিদ্রোহী ৯, বিএনপির বিদ্রোহী ৬, জাসদের ৩ এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালিহাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আমলা : আমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, জাসদ ১, আওয়ামী লীগের বিদ্রোহী ১ এবং জামায়াত সমর্থিত ২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান জামায়াতের রফিকুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করছেন। বারুইপাড়া : বারুইপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, জাসদ ১, স্বতন্ত্র ১ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান জাসদ সমর্থিত সাইদুর রহমান এবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন। পোড়াদহ : পোড়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন লড়ছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, বিএনপি বিদ্রোহী ১, আওয়ামী লীগ বিদ্রোহী ২ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু এবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন।কুর্শা : কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, জাসদ ১, জামায়াত ১ এবং স্বতন্ত্র ১ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আব্দুল হান্নান এবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন।ফুলবাড়িয়া : ফুলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, জামায়াত ১, জাসদ ১ এবং আওয়ামী লীগের বিদ্রোহী ১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান বিএনপির খন্দকার টিপু সুলতান নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বহলবাড়িয়া : এখানে চেয়ারম্যান পদে ৭ জন লড়ছেন। বিএনপি ১, বিএনপির বিদ্রোহী ২, আওয়ামী লীগ ১, জাসদ ১ ও স্বতন্ত্র ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের তৌহিদুল ইসলাম তৌহিদ দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন। তিনি দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন দিচ্ছেন। আমবাড়িয়া : আমবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন লড়াই করছেন। আওয়ামী লীগ ১, বিএনপি ১, জাসদ ১, আওয়ামী লীগ বিদ্রোহী ২ বিএনপির বিদ্রোহী ১ এবং জাসদের ১ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আব্দুল বারী টুটুল এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালিহাদ : মালিহাদ ইউনিয়নে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ১, আওয়ামী লীগ ১, জাসদ ১ বিএনপি বিদ্রোহী ১ এবং জামায়াতের ১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাসদ সমর্থিত বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন বদু এবারও নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। ছাতিয়ান : ছাতিয়ান ইউনিয়নে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ ১, বিএনপি ১, জাসদ ১ বিএনপি বিদ্রোহী ১ এবং জামায়াতের ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের জসিম উদ্দিন বিশ্বাস এবারও নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। সদরপুর : সদরপুর ইউনিয়নে মোট ৮ জন প্রার্থী। জামায়াত ১, আওয়ামী লীগ ১, বিএনপি ১, জাসদ ১, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ১ আওয়ামী লীগের বিদ্রোহী ২ এবং বিএনপির বিদ্রোহী ১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের নিয়াত আলী লালু মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তালবাড়িয়া : তালবাড়িয়া ইউনিয়নে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ১, বিএনপি ১, জাসদ ১ আওয়ামী লীগ বিদ্রোহী ১ এবং জাসদের ১ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আল-মামুন সাগর/এমএএস/আরআইপি