দেশজুড়ে

মিরপুরের ১১ ইউপি নির্বাচনে ৫৮৫ জন প্রার্থী

কুষ্টিয়ার মিরপুরে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১০৭ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৪১৪ জন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১১, বিএনপি ১১, জাসদ ১০, জামায়াত সমর্থিত ১০, আওয়ামী লীগের বিদ্রোহী ৯, বিএনপির বিদ্রোহী ৬, জাসদের ৩ এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালিহাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আমলা : আমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, জাসদ ১, আওয়ামী লীগের বিদ্রোহী ১ এবং জামায়াত সমর্থিত ২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান জামায়াতের রফিকুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করছেন। বারুইপাড়া : বারুইপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, জাসদ ১, স্বতন্ত্র ১ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান জাসদ সমর্থিত সাইদুর রহমান এবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন। পোড়াদহ : পোড়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন লড়ছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, বিএনপি বিদ্রোহী ১, আওয়ামী লীগ বিদ্রোহী ২ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু এবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন।কুর্শা : কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, জাসদ ১, জামায়াত ১ এবং স্বতন্ত্র ১ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আব্দুল হান্নান এবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন।ফুলবাড়িয়া : ফুলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি ১, আওয়ামী লীগ ১, জামায়াত ১, জাসদ ১ এবং আওয়ামী লীগের বিদ্রোহী ১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান বিএনপির খন্দকার টিপু সুলতান নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বহলবাড়িয়া : এখানে চেয়ারম্যান পদে ৭ জন লড়ছেন। বিএনপি ১, বিএনপির বিদ্রোহী ২, আওয়ামী লীগ ১, জাসদ ১ ও স্বতন্ত্র ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের তৌহিদুল ইসলাম তৌহিদ দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন। তিনি দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন দিচ্ছেন। আমবাড়িয়া : আমবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন লড়াই করছেন। আওয়ামী লীগ ১, বিএনপি ১, জাসদ ১, আওয়ামী লীগ বিদ্রোহী ২ বিএনপির বিদ্রোহী ১ এবং জাসদের ১ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আব্দুল বারী টুটুল এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালিহাদ : মালিহাদ ইউনিয়নে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ১, আওয়ামী লীগ ১, জাসদ ১ বিএনপি বিদ্রোহী ১ এবং জামায়াতের ১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাসদ সমর্থিত বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন বদু এবারও নির্বাচনে অবতীর্ণ হয়েছেন।  ছাতিয়ান : ছাতিয়ান ইউনিয়নে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ ১, বিএনপি ১, জাসদ ১ বিএনপি বিদ্রোহী ১ এবং জামায়াতের ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের জসিম উদ্দিন বিশ্বাস এবারও নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। সদরপুর : সদরপুর ইউনিয়নে মোট ৮ জন প্রার্থী। জামায়াত ১, আওয়ামী লীগ ১, বিএনপি ১, জাসদ ১, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ১ আওয়ামী লীগের বিদ্রোহী ২ এবং বিএনপির বিদ্রোহী ১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের নিয়াত আলী লালু মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তালবাড়িয়া : তালবাড়িয়া ইউনিয়নে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ১, বিএনপি ১, জাসদ ১ আওয়ামী লীগ বিদ্রোহী ১ এবং জাসদের ১ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আল-মামুন সাগর/এমএএস/আরআইপি