নারায়ণগঞ্জ থেকে তুরস্কের ভূমিকম্পে দুর্গতদের সহায়তায় জেনারেটর, কম্বল, স্যানেটারি ন্যাপকিন, ডায়াপার ও বিস্কুট দিয়েছে ‘টিম খোরশেদ’।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসে এসব সামগ্রী হস্তান্তর করে মানবিক সংগঠনটি। এর আগে কয়েকদিন ধরে সামর্থ্যবানদের সহযোগিতায় টিম খোরশেদের লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ অন্যরা এসব সামগ্রী সংগ্রহ ও প্যাকিং করেন।
এ বিষয়ে কাউন্সিলর মাকছুদুল বলেন, যখন এ ভূমিকম্পের খবর পাই তখন থেকেই মানবিক সংকট আমাদের পীড়া দেয়। মনে হচ্ছিলো আমরা যদি সহযোগিতা করতে পারি তাহলে ভালো লাগবে। সেই চিন্তা থেকেই আমি কয়েকজন সামর্থ্যবানের সহায়তায় চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। তুরস্কের পাশাপাশি সিরিয়ায় সংকট প্রকট, সেখানে যেন ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া যায় সেজন্য আমি সংশ্লিষ্টদের কাছে আবেদন জানাচ্ছি।
করোনায় টিম খোরশেদ নামে এ মানবিক সংগঠনের সৃষ্টি হয়। শুরুতে করোনায় মারা গেলে কেউ কাছেও যেত না। বাবার মরদেহ ধরতে চাইতো না ছেলে। তখন টিম খোরশেদের সদস্যরা নিজেদের জীবনের মায়া তুচ্ছ করে এগিয়ে যান। দাফন এবং সৎকারসহ অসুস্থদের চিকিৎসা সেবা দিয়েছেন দিনরাত ২৪ ঘণ্টা।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম