অর্থনীতি

দেশব্যাপী ইয়ামাহার ভালোবাসা দিবস উদযাপন

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে উদযাপন করা হয় ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটি লক্ষ্য করে মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা আয়োজন করে নানা ধরনের কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় এ বছরও ইয়ামাহা দেশের সাতটি জেলার বিভিন্ন জায়গায় যথা চট্টগ্রামের সিআরবি, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, খুলনার নিউমার্কেট, বরিশালের বেলস পার্ক, বগুড়ার মোমো ইন ইকো পার্ক, ময়মনসিংহের গ্রিন পয়েন্ট রেস্টুরেন্ট ও রংপুরের আরএএমসি শপিং কমপ্লেক্সে ফটোবুথ স্থাপন করে।

আরও পড়ুন: দেশে মোটরসাইকেল উৎপাদন সক্ষমতা বাড়ালো ইয়ামাহা

দুই দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই আয়োজনে অংশ নেন হাজারো তরুণ-তরুণী। তারা প্রিয়জনকে সঙ্গে নিয়ে ফটোবুথে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জেডএইচ/এএসএম