দেশে মোটরসাইকেল উৎপাদন সক্ষমতা বাড়ালো ইয়ামাহা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। ২০০৭ সালে যাত্রা শুরু করে এসিআই মটরস্।

বর্তমানে দেশে ১৫০ সিসি ক্যাটাগরিতে বিক্রির শীর্ষে রয়েছে ইয়ামাহা।

২০১৯ সালে গাজীপুরের শ্রীপুরে ইয়ামাহা জাপানের কারিগরি সহায়তায় কারখানা স্থাপন করে এসিআই মটরস। কারখানাটি ইয়ামাহা মোটর করপোরেশন, জাপানের তত্ত্বাবধানে পরিচালিত।

দেশের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আজ (১০ জানুয়ারি) থেকে ইয়ামাহা বাংলাদেশে তাদের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করেছে।

এ উপলক্ষে গাজীপুরের ইয়ামাহা কারখানায় আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। অনুষ্ঠানটির উদ্বোধন করেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. ফা হ আনসারী।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, এক্সিকিউটিভ অফিসার কটারো উয়েদা, সিগেরু ইসিকাওয়া, রাভিন্দার সিং, এবং ইয়ামাহা ও এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।